অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। ইউরোপের তো বটে, বিশ্বের সবচেয়ে ছোট দেশের একটি সান মারিনো। যার চারপাশে বেষ্টিত ইতালি। আর সেই ছোট দেশটির দিকে এবার বিশ্বের নজর ফেরালেন আলেসান্দ্রা পেরিল্লি।
এই শ্যুটারের কল্যাণে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক পদক জিতল সান মারিনো। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে অলিম্পিক পদকের দেখা পেল ৩৪ হাজার জনবসতির দেশটি।
টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছেন সান মারিনোর পাঁচজন অ্যাথলেট। তাদের মধ্যে পেরিল্লি রচনা করলেন ইতিহাস। মেয়েদের শ্যুটিং ট্র্যাপে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
এই ইভেন্টে ৫০ টার্গেটের মধ্যে ৪৩ হিটে অলিম্পক রেকর্ড গড়ে সোনা জিতেছেন স্লোভাকিয়ার জুজানা রেহাক স্তেফেচেকোভা। রোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের মেয়ে কাইল ব্রাউনিং।