অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। টোকিও অলিম্পিকে মেয়েদের ১০০ ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ান সাঁতারু এমা ম্যাকন। এমার টাইমিং ছিল ৫১.৯৬ সেকেন্ড। অলিম্পিকে এই ইভেন্টে এখন পর্যন্ত এটি সর্বনিম্ন সময়। সেই সঙ্গে ভাঙলেন নিজের গড়ার আগের রেকর্ডও।
এমার চেয়ে ০.৩১ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন হংকংয়ের সিওভান হগলি। ৫২.৫২ সেকেন্ড টাইমিংয়ে ব্রোঞ্জ জিতেছেন এমার স্বদেশি কেট ক্যাম্পবেল।অলিম্পিকে এমার এটি প্রথম সোনা জয়। এই ইভেন্টে দ্বিতীয় সাঁতারু হিসেবে এই ইভেন্টে ৫২ সেকেন্ডের নিচে টাইমিং পেলেন।
তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতলেন সাঁতারু পরিবার থেকে আসা এমা। এর আগে ডাউন ফ্রেসার (১৯৫৬, ১৯৬৯ ও ১৯৬৪) এবং জোডি হেনরি (২০০৪) সোনা জেতেন।