অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। করোনাভাইরাসের আবহেই ছয় দিন অতিক্রম করে ফেলল টোকিও অলিম্পিক। বিভিন্ন ইভেন্টে নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন অ্যাথলেটরা। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসের প্রভাবও।
বৃহস্পতিবার নতুন করে আরো ২৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন, যা এই আসরে একদিনে সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে তিনজন অ্যাথলেট, ১৫ জন ঠিকাদার ও ৬ জন গেমসের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মী বলে জানানো হয়েছে।
বুধবার টোকিও গেমসের সঙ্গে সংযুক্ত ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। নতুন করে করোনা আক্রান্ত প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবারের পরিসংখ্যান ধরে সব মিলিয়ে টোকিও অলিম্পিকের সঙ্গে যুক্ত মোট ১৯৩ জন এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে অ্যাথলেটদের সংখ্যা কম হলেও কেবল গেমস ভিলেজে ২৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে টোকিও সহ জাপানে করোনাভাইরাসের প্রভাব বাড়তে থাকলেও খুব একটা চিন্তিত নয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি)। তাদের কথায়, এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। সফলভাবেই মেগা গেমসের প্রতিটি ইভেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে বলেও আইওসি-র তরফে জানানো হয়েছে।