Thunderstorm: মধ্যপ্রদেশের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, লাল সতর্কতা

অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। মধ্যপ্রদেশের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। লাল সতর্কতা জারি করেছে আইএমডি। জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার রাজস্থান, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। জয়পুর, ঝুনঝুনু, টঙ্ক, কোটা, ভিলওয়ারা, বারান, চুরু এবং ঝালাওয়ার জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ভারত আবহাওয়া অধিদফতর (আইএমডি) ভারতের পূর্ব, পশ্চিম, এবং কেন্দ্রীয় অঞ্চলে ২ আগস্ট পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রসঙ্গত, বুধবার জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টির জেরে হোনজার গ্রামে কিস্তওয়ার জেলার মেঘভাঙ্গা বৃষ্টি সাতজনের প্রাণহানি ঘটেছে। চলছে উদ্ধারকার্য। এখনও পর্যন্ত ২০ জন নিখোঁজ।

অন্যদিকে হিমাচল প্রদেশের লাহাউল-স্পিতিতে ১৭৫ জন পর্যটক আটকা পড়েছেন। একইসঙ্গে ভারী বর্ষণ ও ভূমিধসের জেরে দিল্লি এবং উত্তরপ্রদেশে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?