Sri Lanka Vs India: জন্মদিনে বল হাতে ঝলক দেখালেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা

অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। জন্মদিনে বল হাতে ঝলক দেখালেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে তার লেগব্রেক বোলিংয়ে পুড়ল ভারত।বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে মাত্র ৮১ রান করতে পারে ভারত। ২০ ওভার ব্যাট করে এর আগে কখনোই এত কম রানে আটকে যায়নি তারা।

হাসারাঙ্গা ৪ ওভার বল করে মাত্র ৯ রান খরচায় নেন ৪ উইকেট। টি-টোয়েন্টিতে যা ভারতের বিপক্ষে যেকোনো বোলার সেরা বোলিং।হাসারাঙ্গার টি-টোয়েন্টিতে আগের সেরা বোলিং ছিল- ৩/১২।

ভারতের হয়ে এদিন সর্বোচ্চ স্কোর কুলদীপ যাদবের। তিনি ২৮ বলে অপরাজিত ২৩ রান করেছেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন এবং বরুণ চক্রবর্তী শূন্য করে আউট হয়েছেন।

শেষ পর্যন্ত ম্যাচটা ৭ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। এরপর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে সফরকারীরা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত যারা জয়ে শেষ করল সিরিজ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?