স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুলাই।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী ৩১ জুলাই প্রকাশিত হবে। সেদিন দুপুর ১২টায় পর্ষদের সভাপতি এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করবেন।
ফলাফল ঘোষণার পর ১২টা ৩০ মিনিটে অন্যান্য বছরের মতো এবারও পর্ষদের ওয়েবসাইটগুলিতে এবং এস এম এস-এর মাধ্যমে পরীক্ষার্থীরা প্রভিশনাল রেজাল্ট জানতে পারবেন। আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানান।
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবছর করোনা অতিমারীর কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয় নি। তাই এবছরের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল মূল্যায়নের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি এক্সপার্ট কমিটি গঠন করা হয়।
https://www.facebook.com/ratanlalnathmnp/videos/1266103247164307/
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবছরের মাধ্যমিক পরীক্ষায় রেগুলার, কন্টিনিউ, এক্সটার্ণেল ও কমপার্টমেন্টস সহ মোট ৪৬,৬১৩ জন, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২৭,২০৫ জন পরীক্ষার্থী রয়েছে।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, রাজ্যে ৪,৪২৩টি বিদ্যালয়ের মধ্যে ৪,০৮৩টি বিদ্যালয়ে নেইবার হুড ক্লাস চলছে। গড়ে প্রতিদিন ৭৫,০০০ হাজার ছাত্রছাত্রী অংশ নিচ্ছে।