অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। করোনার লকডাউন বাস্তবায়নে অস্ট্রেলিয়ার সিডনিতে টহল দেবে কয়েকশ’ সেনা সদস্য। গত জুন থেকে ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সেখানে ৩ হাজার আক্রান্ত হয়েছে ও মারা গেছে নয়জন।বিবিসি জানায়, সপ্তাহান্তে প্রশিক্ষণ শেষে সোমবার থেকে নিরস্ত্র সেনারা টহল শুরু করবে। যদিও অনেকে কড়া ব্যবস্থা হিসেবে উল্লেখ করে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি অঞ্চলে লকডাউন ওঠে গেলেও সিডনিতে ২৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় খুবই প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ি থেকে বেরোনো যাবে না।
পাঁচ সপ্তাহের লকডাউন পালন সত্ত্বেও দেশটির সবচেয়ে বড় শহরে করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। তাই বাধ্য হয়েই মেয়াদ বাড়ানো হয়। যদিও কোনো কোনো বিশেষজ্ঞ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে।
শুক্রবার সিডনিতে নতুন ১৭০ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।ভাইরাস হটস্পটে পুলিশের সঙ্গে যোগ দেবে সেনা সদস্যরা। তারা ১০ কিমি ভ্রমণসীমার পাশাপাশি করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে।মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে ৫০ লাখ বাসিন্দার সিডনিতে করোনার ডেল্টা সংক্রমণ নতুন করে শুরু হয়।
এ দিকে দেশটিতে টিকা দেওয়ার গতি বেশ ধীর। এ পর্যন্ত প্রায় ১৭ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। ফাইজার/বায়োএনটেকের টিকা সরবরাহে ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। অ্যাস্ট্রাজেনকার টিকা নিয়ে সন্দেহ থাকায় দেশটি এই টিকা ব্যবহার করছে না।অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৯২১ জন।