Judgment: খুনের চেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব আসামিকে জেল জরিমানার নির্দেশ আদালতের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুলাই।। খুনের চেষ্টার অভিযোগে ষাটোধর্ব আসামিকে জেল জরিমানার নির্দেশ দিলেন পশ্চিম ত্রিপুরার জেলা জজ অংশুমান দেববর্মা৷ আসামির নাম অশোক কুমার দেববর্মা৷

মামলার বিবরণে প্রকাশ, ২০১৮ সালে ২০ সেপ্ঢেম্বর রাত ১১টা নাগাদ জিরানিয়া মহকুমার রাধাপুর থানাধীন খেরেংবাড়ি এলাকার ললিত দেববর্মাকে আসামি অশোক দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে কোপায়৷

পূর্ব শত্রুতার জের ধরে আসামি ললিত দেববর্মাকে খুনের পরিকল্পনা করে এবং ঘটনার রাতে ললিত দেববর্মা প্রাকৃতিক কাজে ঘর থেকে বের হতেই তার উপর আক্রমণ করে৷

এতে ললিত দেববর্মা রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়৷ তার আঘাত গুরুতর হওয়ায় পরবর্তী সময়ে তাকে স্থানীয় খেরেংবাড়ি হাসপাতাল থেকে জিবিতে রেফার পর্যন্ত করতে হয়েছিল৷

ঘটনার পরিপ্রেক্ষিতে রাধাপুর থানার পুলিশ অফিসার গৌরচন্দ্র রায় মামলা নিয়ে তদন্ত শুরু করেন৷ পরে পুলিশের দাখিল করা চার্জশিটের উপর ভিত্তি করে আইপিসি’র ৩২৬ ও ৩০৭ ধারায় চার্জ গঠিত হয় এবং বিচার শুরু হয়৷

প্রসিকিউশনের তরফে ৫জন সাক্ষী এই মামলায় আদালতে সাক্ষ্যবাক্য দেন যার উপর ভিত্তি করে জেলা জজ গত ২৩ জুন আসামি অশোক দেববর্মাকে ৩ বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি নগদ ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন৷

জরিমানার অর্থরাশি অনাদায়ে আসামিকে অতিরিক্ত সাজা খাটতে হবে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পিপি তথা সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশ্বজিৎ দেব৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?