Electricity: বিদ্যুৎ দপ্তরের কাজ এখন মিশন মুডে চলছে বলে জানালেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ২৯ জুলাই।। রাজ্য সরকার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করেই বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ দপ্তরের কাজ এখন মিশন মুডে চলছে।

আজ সিমনার কাতলামারাস্থিত ৩৩ কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।

উল্লেখ্য, নর্থ-ইস্ট রিজিওন্যাল পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রোজেক্টের মাধ্যমে ১২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আরও বলেন, ২০১৮ সালে এই পাওয়ার সাবস্টেশনটির নির্মাণ কাজ শুরু হয়েছিল।

এই সাবস্টেশনটি নির্মাণ হওয়ার ফলে সিমনা, ব্রহ্মক্ষ্মকুন্ড, পঞ্চবটি, কাতলামারা, সিধাই, দাইগ্যাবাড়ি এলাকা ৩,৮৫৫ পরিবার বিদ্যুৎ পরিষেবায় বিশেষভাবে উপকৃত হবে। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবা উন্নত করার লক্ষ্যে রাজ্যব্যাপী ৩৪টি পাওয়ার সাবস্টেশন নির্মাণের কাজ চলছে।

ইতিমধ্যে আজকেরটি সহ ৮টি পাওয়ার সাবস্টেশন উদ্বোধন হয়ে গেছে। বাকি সাব স্টেশনগুলির নির্মাণ কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

এদিনের অনুষ্ঠানে এছাড়াও আলোচনা করেন বিদ্যুৎ দপ্তরের সচিব কিরণ গিত্যে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. এম এস কেলে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের এডিশন্যাল ম্যানেজিং ডিরেক্টর রঞ্জন দেববর্মা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?