Deputation: বিভিন্ন দাবীতে উদয়পুর কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিল ছাত্র-ছাত্রীরা

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ জুলাই।। কলেজের পরীক্ষা নিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দ্বারস্থ ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা৷ বৃহস্পতিবার উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের দ্বারস্থ হয়ে পরীক্ষার বিধিনিষেধ পরিবর্তন করার জন্য ডেপুটেশন প্রদান করেন৷

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র- ছাত্রীরা জানান, গত ১৬ জুলাই ইউজিসির পক্ষে দেওয়া একটি নোটিশে কলেজের ছাত্র-ছাত্রীরা দেখতে পায় যে আগামী আগস্ট মাসের মধ্যে ৭৫ শতাংশ সিলেবাসের মাধ্যমে তাদেরকে পরীক্ষা দিতে হবে৷

যার ফলে ছাত্র-ছাত্রীরা মহা বিপাকে পড়েন৷ তারা জানান, বর্তমান করোনা মহামারির মধ্যে এতকম সময়ে কিভাবে শুধুমাত্র অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষা দেওয়া হবে৷

এছাড়া অভিযোগ তুলেন যেখানে দুর্বল নেটওয়ার্কের কারণে ঠিকভাবে ক্লাস করা সম্ভবপর হয়নি, সেখানে আগামী একমাসের মধ্যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দেওয়া কোনওভাবেই সম্ভব নয়৷

তাই এই সময়ে অফলাইনে পরীক্ষা না নিয়ে বিকল্প হিসেবে এনসাইনমেন্ট এর মাধ্যমে বা ইন্টারনেট পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেওয়ার জন্য এদিন দাবি জানান৷

ষষ্ঠ সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের এই ডেপুটেশন নিয়ে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুধন দেবনাথকে জিজ্ঞেস করলে উনি জানান এই বিষয়ে উনি উচ্চ শিক্ষা দপ্তর সহ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে অবগত করবেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?