অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন দানি কারভাহাল। ২০২৫ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন এই স্প্যানিশ ডিফেন্ডার। ঊরুর চোটের কারণে গত মৌসুমে অধিকাংশ ম্যাচে দর্শক হয়ে কাটাতে হয় কারভাহালকে। তবে রাইট-ব্যাকে অবিসংবাদিতভাবে এখনো রিয়ালের প্রথম পছন্দ তিনি।
রিয়ালের সঙ্গে কারভাহালের সম্পর্ক ২০ বছরেরও বেশি। লস ব্লাঙ্কোসদের একাডেমি লা ফেব্রিকা থেকে পরে কোচ কার্লো আনচেলত্তির অধীনে ২০১৩-১৪ মৌসুমে মূল দলে অভিষেক হয় এই ২৯ বছর বয়সী তারকার।
তখন থেকে রাইট-ব্যাক হিসেবে ক্লাবের প্রথম পছন্দ তিনি। আট মৌসুম ধরে রিয়ালের মূল দলে খেলছেন কারভাহাল। রিয়াল মাদ্রিদের সোনালি যুগের নায়কদেরও একজন তিনি। ব্লাঙ্কোসদের জার্সিতে টানা পাঁচ বছরে টানা চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কারভাহাল।
রিয়াল চুক্তি নবায়ন করতে যাচ্ছে করিম বেনজেমার সঙ্গে। আশা করা হচ্ছে, নতুন চুক্তি অনুযায়ী ২০২৩ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকতে পারেন ফরাসি ফরোয়ার্ড।এ ছাড়া লুকা মদরিচ ২০২২, লুকাস ভাসকুয়েজ ২০২১ ও নাচো ২০২৩ পর্যন্ত থাকছেন রিয়ালে।