অনলাইন ডেস্ক, ৩০ জুলাই।। দিল্লিতে বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে যমুনার জল। বন্যার সতর্কতা জারি করল দিল্লি প্রশাসন। শুক্রবার দিল্লি প্রশাসন “সতর্কতা” জানিয়ে বলেছিল রাজধানীতে যমুনার জলের স্তরটি ২০৫.২৩ মিটারে বাড়তে পারে।
যা বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। ইতিমধ্যেই সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের পক্ষ থেকে ১৩টি নৌকা মোতায়েন রাখা হয়েছে। আরও ২১টি নৌকাকে প্রস্তুত রাখা হয়েছে। হরিয়ানার হথনিকুণ্ড ব্যারাজ থেকে নদীতে জল ছাড়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই ব্যারেজ থেকে ১.৬০ লক্ষ কিউসেক জল ছাড়া হয়। ফলে বাড়তে যমুনার জল। এর মধ্যেই দিল্লি পুলিশ এবং পূর্ব দিল্লি জেলা প্রশাসন রাজধানীর যমুনা সংলগ্ন এলাকাগুলি থেকে স্থানীয় মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া কাজ শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যমুনার জল বৃহস্পতিবার রাত ৮.৩০ নাগাদ ২০৩.৭৪ মিটার বিপদসীমার ওপর দিয়ে বইছে জল।
ভোর ৬ টা নাগাদ ২০৫.১০ মিটার ও ২০৫.১৭ মিটার অতিক্রম করেছে। ২০৪.৫০ মিটারের ওপর দিয়ে জল বইতে পারার পূর্বাভাস দিয়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে দিল্লি সরকার। দিল্লি বন্যা নিয়ন্ত্রণ বিভাগের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।