স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুলাই।। রাজ্যে আগর শিল্পের এক বিপুল বাজার রয়েছে। আগামী তিন বছরে আগর শিল্পকে ভিত্তি করে রাজ্য সরকার দুই হাজার কোটি টাকার বাণিজ্যের লক্ষ্যমাত্রা নিয়েছে।
আজ সচিবালয়ের অফিস কক্ষে বনমহোৎসবের অঙ্গ হিসাবে বন দপ্তরের উদ্যোগে রাজ্যে বনসৃজন এবং জীব বৈচিত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চারটি এনভেলাপ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ৫০ লাখ আগর গাছ রয়েছে। সেই আগর শিল্পকে বর্হিরাজ্যে তথা বহিবিশ্বে প্রচার করার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এতে আগামী তিন বছরের মধ্যে রাজ্যে দুই হাজার কোটি টাকার বাণিজ্যের সুযোগ ঘটবে। পাশাপাশি বেকার যুবক-যুবতীদের রোজগারেরও সংস্থান হবে। রাজ্যও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে।
তিনি বলেন, রাজ্য সরকার খাদ্য প্রক্রিয়াকরণের উপরও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের ক্যুইন আনারস আজ বিশ্ব বাজারে সমাদ্রিত। দেশের বাইরে দুবাইয়ে রাজ্যের আনারস পাঠানো হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণের উপর ভিত্তি করেও অনেক ছোট বড় শিল্প কারখানা চালু করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাতে বড় মাত্রায় ফুলের চাষী এবং ফুলের চাহিদা রয়েছে। এই ফুলের চাহিদা মেটানোর লক্ষ্যে ও ফুল চাষীদের অবস্থার উন্নতিতে রাজ্য সরকার কাজ করে চলছে। এতে অর্থনৈতিকভাবে যেমন সুফল পাওয়া যাবে পাশাপাশি রোজগারেরও সংস্থান হবে।
তিনি বলেন, রাজ্যে ৬০০’র মত রেজিস্ট্রার ফুল চাষী রয়েছে। তাদের কথা চিন্তা করে রাজ্য সরকার সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের উন্নতি করার কথা চিন্তা করছেন।
মুখ্যমন্ত্রী বলেন, তৃষ্ণা অভয়ারন্যে বাটারফ্লাই জোনের বিকাশের জন্যও রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে। এতে ভবিষ্যতে পর্যটনের শিল্পের বিকাশ ঘটবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব কুমার অলক, প্রধান মুখ্য বন সংরক্ষক ডি কে শর্মা ও প্রধান সচিব জে কে সিনহা।