Anniversary: ১৩১তম প্রয়াণ দিবসে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ জুলাই।। বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শিক্ষা বাঁচানোর আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন৷ বৃহস্পতিবার বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবসে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃত্বরা৷ সংগঠনের পক্ষে অলক চক্রবর্তী বিদ্যাসাগরের বর্ণময়জীবন তুলে ধরেন৷ কেন্দ্রীয় শিক্ষা নীতির সমালোচনা করেন তিনি৷

বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসারে হিন্দুত্ববাদী, মৌলবাদী অনুশাসনের বিরুদ্ধে ঔপনিবেশিক স্বার্থ রক্ষা, ব্রিটিশ শাসকের পঙ্গু শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বিদ্যাসাগর৷ সুকল, কলেজ ভিত্তিক শিক্ষার উন্নতি ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিলেন তিনি৷

বর্তমান সময়ে মনীষীদের স্বপ্ণকে ধূলিসাৎ করে শিক্ষানীতি চালু করা হয়েছে বলে তিনি জানান৷ একপেশে শিক্ষানীতি, ভ্রান্ত ও ধর্মীয় চিন্তার ভিত্তিতে গেরুয়াকরণের লক্ষ্যে এই শিক্ষানীতি বলে তিনি অভিহিত করেন৷ গতবছর এমনই দিনে নয়া শিক্ষানীতি চালু হয়৷

এই দিনটিকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন, শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করছে৷ গণতান্ত্রিক, আধুনিক শিক্ষা চালু, স্বাধীকার রক্ষার দাবি করেন তিনি৷ স্কুল, কলেজে মোবাইলে শিক্ষার সমালোচনা করেন তিনি৷

এদিকে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি ঘোষণা করলেন, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং কোর্সে পাঁচটি ভাষায় পড়াশোনা করা যাবে৷

প্রধানমন্ত্রী জানালেন, করোনা আবহে জাতীয় শিক্ষানীতি লাগু করা হয়েছে৷ গত একবছরে জাতীয় শিক্ষানীতির আবহে নতুন প্রকল্পের সূচনা হয়েছে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?