স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৯ জুলাই।। রাজ্যে ১০০ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে ৩১ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্যে কোভিড টিকাকরণে অগ্রাধিকার দিয়েছে সরকার।
আজ গোমতী জেলার কিল্লা ব্লকের তিনটি কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ মুখ্যমন্ত্রী গোমতী জেলার রাইয়াবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র, এসবি নগর উপস্বাস্থ্য কেন্দ্র ও দেওয়ানবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রের টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন।
মুখ্যমন্ত্রী এদিন প্রয়োজনে টিকাকরণ কর্মসূচির প্রাত্যহিক সময়সীমা বাড়িয়ে সবার কাছে টিকা গ্রহণের সুযোগ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাছাড়াও যারা এখনও টিকা গ্রহণ করেন নি তাদেরকে চিহ্নিত করে কোভিড টিকা গ্রহণের সুযোগ করে দেওয়ারও নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী টিকাকরণের গুরুত্ব তুলে ধরে বলেন, সবার আগে আমাদের প্রয়োজন জীবনের সুরক্ষা। প্রত্যেকের জীবনের নানান কর্মব্যস্ততার মাঝেও সুযোগ করে টিকা গ্রহণ করা প্রয়োজন। ফুটবল খেলা বা জমিতে কাজ, দুদিন বাদেও করা যেতে পারে।
কিন্তু টিকা সঠিক সময়ে নেওয়া প্রয়োজন। আর তাই কোভিড অতিমারীতে রাজাব্যাপী এই বিশেষ টিকাকরণ কর্মসুচির সুযোগ নিয়ে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে কোভিড টিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ এখনও সম্পূর্ণ শেষ হয়ে যায়নি।
https://www.facebook.com/bjpbiplab/videos/1007415790011669/
পূর্ব অভিজ্ঞতা থেকে আগামীর জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, করোনার তৃতীয় ঢেউ আসবে কিনা আমাদের জানা নেই। তবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এরজন্যই প্রয়োজন এই টিকা গ্রহণ করা। করোনাকে ভয় না পেয়ে তার থেকে সুরক্ষার লক্ষ্যে টিকাকরণই অন্যতম পথ।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন ১৮ উর্দ্ধদের টিকাকরণের মাধ্যমে রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্য পূরণে সাফল্য আসবে। এজন্য সমাজের সকল অংশের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
এদিন টিকাকরণ কেন্দ্র পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, স্বাস্থ্য অধিকার দপ্তরের অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ।