অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। টোকিও অলিম্পিকে সাঁতারের ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে নতুন রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের কেলেব ড্রেসেল। ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী কাইল চ্যালমার্সকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন তিনি।সাঁতারের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টের একটি ১০০ মিটার ফ্রিস্টাইল। বৃহস্পতিবার টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে অনুষ্ঠিত হয় ইভেন্টটি।
ড্রেসেল ৪৭ দশমিক ০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতে অলিম্পিকের রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান সাঁতারু এইমন সুলিভানের। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪৭ দশমিক ০৫ সেকেন্ড টাইমিং করে এই রেকর্ড গড়েছিলেন তিনি।
ড্রেসেলের চেয়ে দশমিক ৬ সেকেন্ড বেশি নিয়ে রুপা জেতেন চ্যালমার্স। রাশিয়ার (আরওসি) ক্লিমেন্ত কোলেসনিকভ ৪৭ দশমিক ৪৪ সেকেন্ড সময় নিয়ে পান ব্রোঞ্জ।
ড্রেসেল অলিম্পিকে এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতলেন। গত আসরে জেতা দুটি স্বর্ণ পেয়েছিলেন তিনি দলগত ইভেন্ট থেকে।এবারের আসরেও দুটি স্বর্ণ পদক হয়ে গেল ২৪ বছর বয়সী এই সাঁতারুর। অন্য স্বর্ণটি তিনি পেয়েছেন ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে থেকে।