Terrorism: ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্বিকভাবে লড়াই করতে বদ্ধপরিকর বলে জানান রাজনাথ

অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। পাকিস্তান ও চিন যেখানে তালিবানদের মদত দিচ্ছে সেখানে আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তাজিকিস্তানে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন আলোচনাসভায় মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

প্রতিরক্ষামন্ত্রীদের বার্ষিক আলোচনাচনা সভা এবারে বসেছে তাজিকিস্তানে এবং সেখানে হাজির হয়েছেন রাজনাথ সিং।

এসসিও সদস্য দেশগুলিতে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক বাস করে এবং ভৌগোলিকভাবে ইউরেশিয় মহাদেশের প্রায় তিন-পঞ্চমাংশ এই দেশগুলির দখলে।

তাই রাজনাথ বলেন,”সুতরাং আমাদের সমষ্টিগতভাবে দায়িত্ব রয়েছে একটি নিরাপদ, সুরক্ষিত ও স্থিতিশীল এলাকা নির্মাণ করার যা আমাদের মানুষদের অগ্রগতি ও উন্নতির দিকে নিয়ে যেতে কাজ করবে এবং আগামী প্রজন্ম একে অনুসরণ করবে।”

ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানান, এই আদর্শ নিয়ে আফগানিস্তানের মানুষের সাহায্য করে আসছে ভারত। তারা দশকের পর দশক ধরে হিংসা ও ক্ষয়ক্ষতির সঙ্গে মোকাবিলা করছে।

রাজনাথের দাবি, ভারত এ পর্যন্ত ৫০০ প্রকল্প সম্পন্ন ও সম্পূর্ণ করেছে আফগানিস্তানে এবং ৩ বিলিয়ন ডলারের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কাজ করে চলেছে। এরপরই তিনি বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে শান্তি ও সমৃদ্ধি সহাবস্থান করতে পারে না।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মূর্তিমান বিপদ হল এই সন্ত্রাসবাদ। ভারত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সার্বিকভাবে লড়াই করতে বদ্ধপরিকর বলে জানান রাজনাথ।

তিনি বলেন, সন্ত্রাসী ক্রিয়াকলাপ ও এই কাজে সাহায্য করা হল মানবতার বিরুদ্ধে অপরাধ। সীমান্ত-সন্ত্রাসের কথাও উল্লেখ করেন তিনি। ডিফেন্স কোঅপারাশন প্রোগ্রাম সহ এসসিওর কর্মকাণ্ডে অংশগ্রহণ করে ভারত।

রাজনাথ পাশাপাশি যোগ করেন, ভারতের ভূ-রাজনৈতিক অবস্থান এমন যে ইউরেশিয় এলাকা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর গুরুত্ব অপরিসীম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?