অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ফলে ১-১ এ সমতা ফিরল সিরিজে। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৩৩ রানের লক্ষ্য ছুঁতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে।
ধনাঞ্জয়া ডি সিলভা ও চামিকা করুনারত্নের ব্যাটে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচটি মূলত মঙ্গলবার হওয়ার কথা থাকলেও ভারতের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া করোনা পজিটিভ হওয়ায় পিছিয়ে যায়।
ক্রুনাল ও তার সংস্পর্শে আসা মিলে মোট ৯ জন খেলোয়াড় এই ম্যাচ থেকে ছিটকে যান। তাই বাধ্য হয়ে মাত্র ৫ ব্যাটার ও ৬ বোলার নিয়ে খেলতে মাঠে নামতে হয় ভারতকে।
শেষ পর্যন্ত অবশ্য দারুণ লড়াইয়ে করেই হেরেছে শিখার ধাওয়ানের নেতৃত্বাধীন দল। ধনাঞ্জয়া ৩৪ বলে ১টি করে চার ও ছক্কায় অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেন। চামিকা করুনারত্নে ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।
ওপেনার মিনোদ ভানুকার ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৬ রান। ভারতের পক্ষে কুলদীপ যাদব সর্বাধিক ২ উইকেট পেয়েছেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে টেনেটুনে ১৩২ রানের পুঁজি পড়ে ভারত।
শিখর ধাওয়ান ৪২ বলে ৪০, রুতুরাজ গায়কোয়াড় ১৮ বলে ২১ ও দেবদূত পাডিক্কাল ২৩ বলে ২৯ রান করেন। লঙ্কানদের পক্ষে আকিলা ধনাঞ্জয়া সর্বাধিক ২ উইকেট নিয়েছেন।
ম্যাচসেরা হয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারিত শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।