অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির প্রধান বিকাশ সিং বুধবার ঝাড়খন্ডের ধানবাদে জেলা আদালতের অতিরিক্ত বিচারক উত্তম আনন্দ হত্যার সিবিআই তদন্তের দাবি করেছেন সুপ্রিম কোর্টের কাছে। বিকাশ সিং আদালতে বলেন যে বিচার বিভাগকে স্বাধীন হতে হবে এবং বিচারকদের নিরাপত্তা দিতে হবে।
তিনি আরও বলেন যে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে যে রাস্তার পাশে হাঁটতে থাকা বিচারককে ইচ্ছাকৃতভাবে অটো দিয়ে ধাক্কা দেওয়া হয়েছিল। বিচারপতি ডিয়াই চন্দ্রচূড় বিকাশ সিংকে বিষয়টি উল্লেখ করতে বলেছেন এবং পাশাপাশি এটাও বলেছেন যে তিনি এ বিষয়ে প্রধান বিচারপতিকেও অবহিত করবেন।
অন্যদিকে জানা যায় যে ধানবাদ পুলিশ অটোচালক ও তার সহকর্মীকে গ্রেফতার করেছে। উল্লেখ্য যে বুধবার ভোরে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন ধানবাদের জেলা আদালতের অতিরিক্ত বিচারক উত্তম আনন্দ। তাঁকে ধানবাদের ম্যাজিস্ট্রেট কলোনির কাছে এক অটো এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তাঁকে স্থানীয়রা নির্মল মহতো মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
মৃত্যুর পর তাঁর স্ত্রী কৃতি সিনহা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হয় ওই রাস্তার সিসিটিভি এবং এই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ছড়াল চাঞ্চল্য।সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে সরব হয়েছেন ধানবাদের আইনজীবী ও বিচারক মহল। বিহিত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন। তাদের আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামান্না বলেন,’মামলা শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ করব। ঝাড়খণ্ড হাইকোর্টের সঙ্গে কথা বলেছি।‘ এছাড়াও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং বলেন, যদি কোনও গ্যাংস্টারের জামিন প্রত্যাখ্যানের জন্য যদি এই ঘটনা ঘটে, তাহলে তাহলে তা বিচারবিভাগের ক্ষেত্রে মারাত্মক।
পরে দেশের প্রধান বিচারপতি এনভি রামানা জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে ঝাড়খন্ডের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছেন। হাইকোর্টের তরফে এব্যাপারে জেলা পুলিশকে নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি বুধবার বিকেলে সিনিয়র পুলিশ এবং জেলার আধিকারিকদের নির্দেশ দেন, এব্যাপারে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট দিতে।