Road Blocked: পানীয় জলের দাবীতে পথ অবরোধ, গণরোষে পড়লেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৮ জুলাই।।
বছরের পর বছর ধরে পানীয় জলের তীব্র সংকটের মধ্যে দিন গুজরান করছে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন তুইথাম্পুই এলাকার উপজাতি গিরি বাসীরা৷ পানীয় জলের একমাত্র উৎস হল ছড়ার জল, আর গাড়ি দিয়ে দেওয়া জল৷

ওই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি জলের সমস্যা সমাধানের৷ ফলে মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন তুইথাম্পুই এলাকায় একটি জলের উৎস তৈরিতে হাত দেয় প্রশাসন৷

কিন্তু স্থানীয় এক নেতৃত্বের বদান্যতায় হঠাৎ এই কাজটি থমকে যায় বলে অভিযোগ এলাকার জনগণের৷ এলাকার জনগণ কলসি বালতি নিয়ে বুধবার তুই থাম্পুই থেকে হাজরা যাওয়ার রাস্তায় অবরোধে বসে৷

করোনা টিকা প্রদান কেন্দ্র সফর করতে হাজরা যাওয়ার পথে রাজ্যের মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে এই অবরোধে আটকে পড়তে হয়৷ মন্ত্রীর সাথে ছিলেন মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ, বিডিও মুঙ্গিয়াকামী সহ প্রশাসনিক আধিকারিকরা৷

মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এলাকার উপজাতি জনগণকে অনেক বুঝানোর চেষ্টা করেন৷ পরবর্তী সময়ে জলের উৎসটি সঠিক সময়ে তৈরি হবে বলে আশ্বাস দিলে এলাকাবাসীরা পথ অবরোধ মুক্ত করে৷

বলা বাহুল্য এই তুইথাম্পুই এলাকাটি মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার জন্ম ভিটে৷ তিনি জানিয়েছেন অতি দ্রুত যেন এই সমস্যার সমাধান হয় তা দেখবেন৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?