স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৮ জুলাই।।
বছরের পর বছর ধরে পানীয় জলের তীব্র সংকটের মধ্যে দিন গুজরান করছে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন তুইথাম্পুই এলাকার উপজাতি গিরি বাসীরা৷ পানীয় জলের একমাত্র উৎস হল ছড়ার জল, আর গাড়ি দিয়ে দেওয়া জল৷
ওই এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি জলের সমস্যা সমাধানের৷ ফলে মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীন তুইথাম্পুই এলাকায় একটি জলের উৎস তৈরিতে হাত দেয় প্রশাসন৷
কিন্তু স্থানীয় এক নেতৃত্বের বদান্যতায় হঠাৎ এই কাজটি থমকে যায় বলে অভিযোগ এলাকার জনগণের৷ এলাকার জনগণ কলসি বালতি নিয়ে বুধবার তুই থাম্পুই থেকে হাজরা যাওয়ার রাস্তায় অবরোধে বসে৷
করোনা টিকা প্রদান কেন্দ্র সফর করতে হাজরা যাওয়ার পথে রাজ্যের মন্ত্রী মেবার কুমার জমাতিয়াকে এই অবরোধে আটকে পড়তে হয়৷ মন্ত্রীর সাথে ছিলেন মহকুমা শাসক মোহাম্মদ সাজ্জাদ, বিডিও মুঙ্গিয়াকামী সহ প্রশাসনিক আধিকারিকরা৷
মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এলাকার উপজাতি জনগণকে অনেক বুঝানোর চেষ্টা করেন৷ পরবর্তী সময়ে জলের উৎসটি সঠিক সময়ে তৈরি হবে বলে আশ্বাস দিলে এলাকাবাসীরা পথ অবরোধ মুক্ত করে৷
বলা বাহুল্য এই তুইথাম্পুই এলাকাটি মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার জন্ম ভিটে৷ তিনি জানিয়েছেন অতি দ্রুত যেন এই সমস্যার সমাধান হয় তা দেখবেন৷