অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। যুক্তরাষ্ট্রের ব্লুজ রক ব্যান্ড জেডজেড টপের বেসিস্ট ডাস্টি হিল আর নেই। ৭২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
তার ব্যান্ড সতীর্থ বিলি গিবনস ও ফ্রাঙ্ক বিয়ার্ড জানিয়েছেন, টেক্সাসের হস্টনের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় হিলের। তবে এর বেশি কিছু জানাননি তারা।
জুলাইয়ের শুরুতে জেডজেড টপ ঘোষণা দেয়, পশ্চাৎদেশের চোটের কারণে আসন্ন শো-গুলোতে বাজাতে পারবেন না হিল।
৫০ বছরের বেশি সময় ধরে জেডজেড টপে বাজিয়েছেন তিনি। ঝোপঝাড়পূর্ণ দাড়ি ও সানগ্লাসের জন্য ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন হিল।
তার জন্ম নাম জোসেফ মাইকেল হিল। ডালাসে থাকাকালীন ভাই রকির সঙ্গে বাজাতেন এই বেসিস্ট। পরে হস্টনে এসে যোগ দেন দুই দাড়িওয়ালা গিবনস ও বিয়ার্ডের সঙ্গে।
জেডজেড টপ প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। ওই বছরে তারা নিজেদের প্রথম লাইভ কনসার্ট করে। তিনজনের এই ব্যান্ড ১৫টি স্টুডিও এবং চারটি লাইভ অ্যালবাম প্রকাশ করেছে।
তাদের জনপ্রিয় গানগুলো হলো— গিম্মি অল ইউর লাভিং, স্লিপিং ব্যাগ ও ভিভা লাস ভেগাস।
বেসের পাশাপাশি কি-বোর্ডও বাজাতেন হিল। সঙ্গে আনুষঙ্গিক অর্থাৎ সেকেন্ডারি লিড ভোকালও ছিলেন তিনি।