স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি, ২৯ জুলাই।। আজ জাতীয় শিক্ষানীতির বর্ষপূর্তি। বৃহস্পতিবার এই দিনকে সামনে রেখে মেডিক্যালে সংরক্ষণের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ঘোষণা অনুযায়ী অনগ্রসর শ্রেণির জন্য ২৭% সংরক্ষণ, আর্থিক অনগ্রসরদের জন্য ১০% সংরক্ষণ। এমবিবিএস, এমডি সহ একাধিক কোর্স এই আওতায় পড়ছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নির্দেশিকা লাগু হবে।
এদিন মোদি বলেন, করোনা আবহে জাতীয় শিক্ষানীতি লাগু করা হয়েছে।নতুন ভারত নির্মাণে সদর্থক ভূমিকা নেবে এই নীতি। গত এক বছরে জাতীয় শিক্ষানীতিতে নতুন প্রকল্পের সূচনা হয়েছে। এই শিক্ষানীতি অত্যন্ত আধুনিক। দেশের যুবসমাজ এই বদলের জন্য তৈরি।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে অনলাইন শিক্ষা সহজ হয়েছে। গত এক বছরে ২৩০০ কোটির বেশি মানুষ শিক্ষা পোর্টাল দেখেছে। স্বাধীনতা দিবসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছরে পড়বে দেশ।
Addressing a programme to mark a year of the National Education Policy. #TransformingEducation https://t.co/65x9i0B0g1
— Narendra Modi (@narendramodi) July 29, 2021
ডিজিটাল পড়াশোনায় যুক্ত হয়েছে দেশের যুবক-যুবতীরা। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে মাতৃভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। এবার বাংলা ভাষাতেও হবে ইঞ্জিনিয়ারিং শিক্ষা।
পড়াশোনার জন্য বিদেশ থেকে ভারতে আসবে পড়ুয়ারা। অলিম্পিক নিয়ে মোদি বলেন, টোকিও অলিম্পিকে ভালো ফল করছে ভারতীয় যুবক-যুবতীরা।