অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের পুরো স্কোয়াডকেই আইসোলেশনে যেতে হয়েছে। দলটির তিউনিশিয়ান মিডফিল্ডার হামজা রাফিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই ক্রিস্তিয়ানো রোনালদোদের দলের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়।
জুভেন্তাস বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। জানানো হয়েছে, যাদের পরীক্ষার ফল নেগেটিভ আসবে, তারা অনুশীলন চালিয়ে যেতে পারবেন। তবে তারা দলের বাইরের কারো সংস্পর্শে যেতে পারবেন না।
করোনা আক্রান্ত ২২ বছর বয়সী রাফিয়া ২০১৯ সালের জুলাইয়ে অলিম্পিক লিওঁ থেকে জুভেন্তাসে যোগ দেন। তবে মূল দলের হয়ে খেলেছেন মাত্র এক ম্যাচ।
লিগ টেবিলে চারে থেকে ২০২০-২১ মৌসুম শেষ করেছিল জুভেন্তাস। ২২ আগস্ট স্বাগতিক উদিনেজের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে দলটি।
এর আগে শনিবার প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ মোনসা। প্রাক মৌসুমে শেষ প্রীতি ম্যাচটি তারা খেলবে বার্সেলোনার বিপক্ষে। ৮ আগস্ট ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচটি।