স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।।
ফরওয়ার্ড ব্লকের রাজ্য কার্যালয়ের জায়গা জবর দখলের চক্রান্তের অভিযোগ উঠেছে৷ গত ২ জুলাই সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কার্যালয়ের তালা ভেঙে সমস্ত জিনিস পরিকল্পিতভাবে লুট হয়ে গেছে৷ আলমারি, ফ্যাক্স মেশিন থেকে শুরু করে বহু মূল্যবান সামগ্রী লুট হয়েছে৷
পরবর্তী সময় পশ্চিম থানায় একটি মামলা করা হয়৷ রাজ্য দপ্তরের এই পাকা ভবনে যাওয়ার রাস্তাটি ৪০-৪৫ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে৷ আচমকা গত বছরের সেপ্ঢেম্বর মাস থেকে এ ব্যাপারে একটি মামলা চলছে৷ তবে করোনা পরিস্থিতির জন্য নিয়মিত দলীয় অফিস খোলা সম্ভব হয়নি৷
এরই সুযোগ নিয়ে এমএস লেজেন্ড দোকনের কর্ণধার এবং তার ছেলে এই জমি দখল করার প্রচেষ্টা করছে বলে অভিযোগ৷ কিন্তু তাদের কাছে কোন ধরনের মালিকানার কাগজপত্র নেই৷ তার পরিণতিতে চুরি করে এবং অফিসের বিল্ডিং ভেঙে দিতে চাইছে তারা৷
আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসনিকভাবে পদক্ষেপ না নেওয়া হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷ সাংবাদিক সম্মেলন করে বুধবার হরিগঙ্গা বসাক রোডের দলীয় অফিসে এই কথাগুলি জানান সারা ভারত ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্যামল রায়৷
নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিষ্ঠিত দলের এই পার্টি অফিসের উপর যারা এভাবে আঘাত হানছে তাদের বিরুদ্ধে পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান তিনি৷
পাশাপাশি তিনি আরো বলেন, আগামী ৩০, ৩১ জুলাই এবং ১ আগস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে কলকাতায়৷ সেখানে সারা দেশের বিভিন্ন জ্বলন্ত সমস্যা অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যাহার করা, পেট্রোল, ডিজেলের মূল্য হ্রাস করা সহ একাধিক বিষয়ে আলোচনা হবে৷ আগামীদিনে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি৷
এদিনের সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব বিজয় কৃষ্ণ রায় সহ অন্যান্য কার্যকর্তারা৷