স্টাফ রিপোর্টার, লংতরাইভ্যালী, ২৮ জুলাই।।
গভীর রাতে ধুমাছড়া সিপিএম পার্টি অফিসে আগুন ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে৷ আগুন নেভানোতে বাধা সৃষ্টির জন্য স্থানীয় চার বাম নেতার বিরুদ্ধে ধুমাছড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় গত ২৭ জুলাই গভীর রাতে লংতরাইভ্যালি মহকুমার ধুমাছড়া সিপিএম পার্টি অফিসে আগুন লাগে৷ আগুন নেভাতে ঝাপিয়ে পড়েন এলাকাবাসী৷ খবর পেয়ে মনু অগ্ণি নির্বাপক দপ্তরের গাড়িও ছুটে আসে৷
স্থানীয় মানুষের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় সিপিএম পার্টি অফিস সংলগ্ণ সুমন সাহা ও বিজয় দাসের বাড়ি৷ এত রাতে পার্টি অফিসে কী করে আগুন লাগলো তাতে সন্দেহ দানা বাঁধে৷ কারণ সিপিএম’র এই অফিসে তেমন কোন কিছুই ছিল না৷
তাছাড়া আগুন নেভানোর সময় স্থানীয় চারজন বাম নেতা যেভাবে আগুন না নেভানোর জন্য চিৎকার চেচামেচি শুরু করে দেয় তাতে সন্দেহ আরও বেড়ে যায়৷ আগুন নেভাতে আসা এলাকাবাসীর বক্তব্য এই সিপিএমের নেতারা নাকি বার বার বলেছিলো বাড়িঘর পার্টি অফিস পুড়ে যেতে দাও৷ খেলা জমবে৷
এই কথাগুলো শুনেই স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে তাদের উপর৷ নোংরা রাজনৈতিক স্বার্থে পার্টি অফিসে অগ্ণি সংযোগ নয়তো! চার বাম নেতার আচরণেই কিন্তু সন্দেহ দেখা দিয়েছে জনমনে৷
কারণ তাদের কথা মেনে এলাকাবাসী যদি তামাশা দেখতো তবে আগুন পুড়ে ছাই হয়ে যেত দুটি নিরহ পরিবারের সর্বস্ব৷ তাই এদিন ধুমাছড়া থানায় চারজন সিপিএমের নেতা নৃপেন্দ্র দাস, সন্তোষ চন্দ, বাবুল মুৎসুদ্দি ও অজিত দাসের নামে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে৷
কি করে সিপিএম পার্টি অফিসে আগুন লাগলো এবং কোন স্বার্থে এই চারজন আগুন নেভাতে বাধা সৃষ্টি করছিল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ৷