স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জুলাই।।
পারিবারিক বিরোধের জেরে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির৷ ঘটনা রাজধানীর পূর্ব চানমারি এলাকায়৷
মৃত ব্যক্তির নাম অমর দেবনাথ (৪২)৷ তিনি পেশায় দিন মজুর ছিলেন৷ গত কয়েকদিন যাবৎ কাজ না থাকায় তাদের সংসার অভাবে চলছিল৷
এরমধ্যেই গতকাল কোন একটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে সামান্য বিবাদ হয়৷ এই বিবাদের জেরেই ফাঁসিতে ঝুলে পড়েন বলে পুলিশ সূত্রের দাবি৷
পরিবারের লোকজন তাঁকে জিবি হাসপাতালে আনলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা দেন৷ পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷