অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে এলো খেলা। এরপরও পুরো ম্যাচ হতে পারল না। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পরই বৃষ্টি হানা দেয়।
তাই পাকিস্তানের ব্যাট হাতে নামাই হলো না। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি তাই পরিত্যক্তই হলো শেষ পর্যন্ত। বারবাডোজে বুধবার রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি।
কিন্তু টসের পরই বৃষ্টি নামলে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। স্বাগতিকরা ৫ উইকেটে ৮৫ রান করার পর আবার বৃষ্টি নামালে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ রান অধিনায়ক কিয়েরন পোলার্ডের। ৯ বলে দুই ছক্কা ও এক চারে অপরাজিত ২২ রান করেন।
তিনি ছাড়া দুই অঙ্কে যেতে পারেন কেবল নিকোলস পুরান। ১১ বলে ১২ রান করেন তিনি। শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।