অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর্মেনিয়া। নাগার্নো-কারাবাখ ইস্যুতে সীমান্তে আজারবাইজান সেনাবাহিনীকে লক্ষ করে গুলিবর্ষণ করেছে আর্মেনীয় সেনা। এর জবাবে আজেরি সেনা গুলি চালালে আর্মেনিয়ার ৩ সেনা নিহত হয়। অবশ্য এই সংঘর্ষের জন্য একে অপরকে দুষছে দুই দেশই। প্রসঙ্গত, গত নভেম্বর মাস থেকে নাগার্নো-কারাবাখ অঞ্চলে প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
তা সত্ত্বেও মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। বুধবার সকালের সংঘর্ষের পর মস্কোর মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতি মেনে চলতে সম্মত হয়েছে। আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানায়, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে আজারবাইজানের সেনার সঙ্গে আর্মেনিয়ার সেনার গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এই সংঘর্ষের জন্য আর্মেনিয়ার প্রতিরক্ষা বিভাগ আজারবাইজানকে দায়ী করলেও বাকু বলছে, আর্মেনীয় সেনাই কালবাজারে অবস্থানরত আজেরি সেনা অবস্থানে উসকানিমূলক হামলা চালিয়েছে। সেই হামলার জবাব দেওয়া হয়েছে। এতে ২ আজেরি সেনা আহত হয়েছে। এই সংঘর্ষের জন্য সম্পূর্ণভাবে ইয়েরেভান দায়ী বলে এক বিবৃতিতে দাবি করেছে আজেরি প্রতিরক্ষামন্ত্রক।
এর আগে গত বছর নাগার্নো-কারাবাখ মাউন্টেন রেঞ্জে আর্মেনিয়ার অবৈধ দখলদারিকে কেন্দ্র করে যুদ্ধ হয় দুই দেশের মধ্যে। আন্তর্জাতিক সম্প্রদায় নাগার্নোকারাবাখকে আজেরি ভূখণ্ডের অংশ বলে জানালেও আর্মেনিয়া জোর অঞ্চলটিতে সেনা উপস্থিতি বজায় রাখার চেষ্টা করে। এ নিয়েই কয়েক দশক ধরে এই দুই দেশের মধ্যে বৈরিতা টিকে রয়েছে।