অনলাইন ডেস্ক, ২৯ জুলাই।। অমিতাভ বচ্চন ও শাহরুখ খান— সারা বিশ্বে বলিউডের প্রধান মুখ তারা। আবার কারো কারো কাছে ভারতীয় সিনেমা মানে শুধু অমিতাভ বা শাহরুখ।
একবার এক অনুষ্ঠানে নিজের ও বিগ বি-র বিশ্বব্যাপী জনপ্রিয়তা প্রসঙ্গে মজাদার ঘটনা জানিয়েছিলেন কিং খান।
শাহরুখ বলেন, এমন নয় যে ইদানিংকালে বলিউডকে নেক নজরে দেখছে হলিউড কিংবা সারা বিশ্ব।
অনেক বছর আগেই এই কাজ শুরু হয়েছিল রাজ কাপুর ও অমিতাভ বচ্চনকে দৌলতে। তাদের অভিনীত ছবির সুবাদেই রাশিয়ান দর্শকদের আমাদের ছবির প্রতি আগ্রহ জন্মেছিল। ধীরে ধীরে সেই জনপ্রিয়তা ছড়াতে শুরু করল গোটা বিশ্বে।
এও জানান, মিশরের মানুষ ভারতীয় বলতে কেবল চেনেন এবং বোঝেন অমিতাভ বচ্চনকেই।
তারকার কথায়, “একবার যদি মিশরীয়রা জানতে পারেন যে আপনি ভারতীয় তাহলে তারা আপনাকে কেবল অমিতাভ বচ্চন বলেই ডাকতে থাকবেন। ওই দেশে ঠিক এতটাই জনপ্রিয়তা অমিতজীর!”নিজের বক্তব্যের সঙ্গে উদাহরণও পেশ করেন শাহরুখ।
“কাভি খুশি কাভি গাম’ ছবির ‘সূরজ হুয়া মধ্যম’ গানটির শুটিংয়ের উদ্দেশে মিশরে গিয়েছিলাম। বিমানবন্দর থেকে বেরোতেই আমাকে দেখেই মানুষজন তাদের ভাষায় স্বাগতম জানিয়ে ‘অমিতাভ বচ্চন’ বলে ডাকা শুরু করলেন। ”
“যত বলি, এই সিনেমায় অভিনয় করছেন বটে তবে গানের সিকোয়েন্সের শুটিংয়ে তিনি নেই।
স্রেফ আমি আর কাজল আছি। তবু তারা অমিতাভ,অমিতাভ ডেকে যাচ্ছেন। শেষে আমার সঙ্গে কাজলকে দেখে কী বুঝল কে জানে, সামান্য থামলেন তারা।
এরপর ফের দুই পা এগোতে আমাদের অমিতাভ বচ্চন বলে ডাকা শুরু করলেন। বুঝলাম ভারতীয় মাত্রেই তারা কেবল জানেন এবং বোঝেন অমিতাভ বচ্চনকেই!”
‘কাভি খুশি কাভি গাম’ ছাড়াও একসঙ্গে অনেক ছবি করেছেন অমিতাভ ও শাহরুখ। কিং খান প্রযোজিত ছবিতেও দেখা গেছে বিগ বি-কে।