স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৭ জুলাই।। দু’দিনের বিশেষ কোভিড টিকাকরণ অভিযানে আজ তেলিয়ামুড়ায় ১০৫ বছরের বৃদ্ধা চিনুরাণী সাহা কোভিড ভ্যাকসিন নিয়েছেন। তেলিয়ামুড়া প্রেস ক্লাবে টিকাকরণ শিবিরে তিনি কোভিড ভ্যাকসিন নেন।
বিধানসভার সরকারি মুখ্যসচেতক তথা বিধায়ক কল্যাণী রায় এদিন চিনুরাণী সাহার বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানান। উল্লেখ্য, দু’দিনের বিশেষ কোভিড টিকাকরণ অভিযান আজ থেকে শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত এই টিকাকরণ অভিযান চলবে।
তেলিয়ামুড়া ব্লক ও তেলিয়ামুড়া পুর এলাকার ২৪টি কেন্দ্রে আজ কোভিড টিকা দেওয়া হয়েছে। বিধানসভার সরকারি মুখ্যসচেতক তথা বিধায়ক কল্যাণী রায় আজ ব্লকের রাঙ্খল বাজার উপস্বাস্থ্যকেন্দ্র, ব্ৰহ্মক্ষ্মছড়া উপস্বাস্থ্যকেন্দ্র, তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাব ও রূপছড়া গ্রাম পঞ্চায়েতে কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ, ব্লকের বিডিও শান্তনু বিকাশ দাস ও তেলিয়ামুড়া মহকুমা হাসপতালের আধিকারিকগণ।
পরিদর্শনের সময় শ্রীমতি রায় নাগরিকদের ও স্বাস্থ্যকর্মীদের টিকা গ্রহণে উৎসাহিত করেন। কোভিড টিকা গ্রহণ থেকে কেউ বাদ থেকে না যান সেজন্যও তিনি গুরুত্ব আরোপ করেছেন।