অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। অবশেষে অপেক্ষার অবসান হলো গ্রেটে ব্রিটেনের। ১১৩ বছর অলিম্পিকের সাঁতারে সোনার স্পর্শ পেলো তারা।
শেষবার, ১৯০৮ অলিম্পিকের সাঁতারে ৩টি সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। তার মধ্যে একটি ছিল ৪*২০০ মিটার ফ্রি-স্টাইলে।
বুধবার টোকিওর অলিম্পিক পুলে ৪*২০০ মিটার ফ্রি-স্টাইলে ব্রিটেনের টম ডিন, ডানকান স্কট, জেমস গাই এবং ম্যাথু রিচার্ডস ৬ মিনিট ৫৮.৫৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়তে না পারলেও দেশকে সোনা এনে দিয়েছেন। বিশ্ব রেকর্ড থেকে তারা মাত্র দূরে ছিলেন ০.০৩ সেকেন্ড।
৩.২৩ সেকেন্ড ব্যবধানে পেছনে থেকে এই ইভেন্টে রুপা জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটি। ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।
এ ছাড়া, ব্রিটেনের টম ডিন ব্যক্তিগত ২০০ মিটার ফ্রি-স্টাইলে সোনা জিতেছেন। সেই সঙ্গে গড়েছেন এক কীর্তিও।
১৯০৮ সালের পর এই প্রথম ব্রিটেনের কোনো সাঁতারু একই অলিম্পিকে দুটি সোনা জিতলেন।