অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। টোকিও অলিম্পিকে টানা দ্বিতীয় দিনের মতো পদক তালিকার শীর্ষে থাকল জাপান। মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শেষে ১০ স্বর্ণ, ৩ রুপা ও ৫ ব্রোঞ্জ জিতে তালিকার শীর্ষে আয়োজক দেশটি।
আগের দিন যুক্তরাষ্ট্র ও চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিল জাপান। এদিনও যুক্তরাষ্ট্র দ্বিতীয় ও চীন তৃতীয় স্থানে রয়েছে।
৯টি স্বর্ণের সঙ্গে ৮টি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র। চীন ৯ স্বর্ণের সঙ্গে জিতেছে ৫টি রুপা ও ৭ ব্রোঞ্জ।
নতুন করে সাতটি দেশ এদিন স্বর্ণ পেয়েছে। সুবাদে এখন পর্যন্ত স্বর্ণ জেতা দেশের সংখ্যা হলো ৩০টি। পদক তালিকাতেও দেশের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত ৫১টি দেশ পদক জিতেছে। আজ নতুন করে আরও পাঁচটি দেশ পদকের স্বাদ পেয়েছে।
৩০টি দল অন্তত একটি স্বর্ণ জিতেছে। ১৬ টি দেশ অন্তত একটি রুপা জিতেছে। আর শুধু ব্রোঞ্জ জেতা দেশের সংখ্যা ১০টি।