অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। হকিতে অলিম্পিকে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলের লজ্জাজনক হারের পর দারুণ কামব্যাক করলো ভারতের হকি দল। অলিম্পিক্সে পুল এ-এর তৃতীয় ম্যাচে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিলেন রূপিন্দর পাল সিংরা ।
এ ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণাত্মক ফর্মে ছিল। খেলা শুরুর ১৪ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দিলেন সিমরানজিৎ সিং । পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন রূপিন্দর পাল সিং ।
এ ম্যাচে ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে স্পেনের জালে শেষ বলটি ঠেলে দিলেন সেই রূপিন্দর পাল সিংই।
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জাজনক হারে আত্মবিশ্বাসে চিড় ধরে ভারতীয় খেলোয়াড়দের।
বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে হারলেও, পরের ম্যাচে দারুণভাবে কামব্যাক করলো টিম ইন্ডিয়া।