অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। মিক্সড ইভেন্টে জঘন্য পারফরম্যান্সের পর সবার নজর ছিল ভারতের মহিলা তিরন্দাজ দীপিকা ব্যাক্তিগত ইভেন্টে কেমন পারফর্ম করেন। ভুটানের কর্মাকে ৬-০ হারিয়ে সকালেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন।
এবার মার্কিন তিরন্দাজের বিরুদ্ধে জিতে দীপিকা বুঝিয়ে দিলেন পদকের আশা ছাড়তে রাজি নন তিনি। আমেরিকার প্রতিযোগী জেনিফার মুনিকো ফার্নান্দেজের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেটে হারতে হলেও দ্বিতীয় সেটে দারুণ কামব্যাক করেন ভারতের এই মহিলা তিরন্দাজ। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হারেন দীপিকা। দ্বিতীয় সেটে ২৮-২৫ ব্যবধানে জিতে লড়াইয়ে ফিরে আসেন।
তৃতীয় সেটেও ২৭-২৫ ব্যবধানে জয় তুলে নেন দীপিকা। তবে চতুর্থ সেট হারতে হয় তাঁকে। মুনিকো এই সেটে জয় পান ২৪-২৫ ব্যবধানে। পঞ্চম সেটে ২৪-২৫ ব্যবধানে জিতে প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করেন ভারতের এই তিরন্দাজ। এই জয়ের ফলে পদকের আরও কাছে চলে এলেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ।