অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। রিচার্লিসনের জোড়া গোলে সৌদি আরবকে ৩-১ ব্যবধানে হারিয়ে টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠল রিও অলিম্পিকের স্বর্ণজয়ীরা।
প্রথম ম্যাচে জার্মানদের ৪-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে তারা হোঁচট খায় আইভরি কোস্টের বিরুদ্ধে। গোলশূন্য ড্র হয় ম্যাচটি। সৌদি আরবের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তারা ঘুরে দাঁড়াল। সুবাদে অপরাজিত থেকেই পা রাখল কোয়ার্টারে।
সাইতামা স্টেডিয়ামে এদিন ম্যাচের ১৪ মিনিটে ম্যাথিউস কুনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপরে সমতায় ফিরেছিল সৌদি আরব। ম্যাচের ২৭ মিনিটে আব্দুল্লাহ আমরির গোলে সৌদি আরব সমতায় ফিরে। এই স্কোর সৌদি আরব ধরে রেখেছিল ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত।
তবে রিচার্লিসন ৭৬ মিনিটে ব্রুনো গুইমারেসের হেড পাস থেকে লক্ষ্যভেদী হেডে ব্রাজিলকে এগিয়ে নেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে রেইনিয়েরের পাস থেকে বাঁ পায়ের শটে দলের তৃতীয় গোল করেন এভারটনের ফরোয়ার্ড।
জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন রিচার্লিসন।৩১ জুলাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের রানার্সআপের। তাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে স্পেন, অস্ট্রেলিয়া কিংবা আর্জেন্টিনা।পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়ে ব্রাজিলের সঙ্গে শেষ আটে আইভরি কোস্ট। জার্মানি ও সৌদি আরব ছিটকে গেল গ্রুপ পর্ব থেকেই।