অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। টোকিও অলিম্পিকের পুরুষ ফুটবল ইভেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে। তাদের বিদায় করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল স্পেন।বুধবার সাইতামা স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেন ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনোর গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর সমতা টানেন তমাস বেলমোন্তে। একই সময়ে হওয়া গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে মিশর।
‘সি’ গ্রুপের চিত্রটা বেশ জটিল ছিল। গ্রুপের চারটি দলের সামনেই ছিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার বড় সুযোগ। এমন অবস্থায় স্পেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।শীর্ষে থেকে মাঠে নেমে শেষ ম্যাচে স্পেন এক পয়েন্ট সংগ্রহ করেছে, তাতে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পৌঁছাল তারা। আর দ্বিতীয় দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠল মিশর।
মিশরের সমান ৪ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হয়েছে আর্জেন্টিনাকে।৩১ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপ আইভরি কোস্টের বিপক্ষে। আর মিশর খেলবে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।
এদিকে ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচই জিতে পরের রাউন্ডে উঠেছে স্বাগতিক জাপান। এদিন তারা ফ্রান্সকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। তিন ম্যাচে দুই হারে গ্রুপ পর্বেই থামল ফ্রান্সের যাত্রা।শেষ আটে জাপানের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ নিউজিল্যান্ড। ‘এ’ গ্রুপের রানার্সআপ মেক্সিকো এই পর্বে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।