অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। ভারতীয় দলের অন্যতম সদস্য ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হওয়ায় মঙ্গলবার বাতিল হয়ে যায় ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ। তাঁর কাছাকাছি আসায় আরও ৮ জন ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়েছিল। এ ব্যাপারে বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছিল, ওই ৮ জন করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলেই বুধবার খেলা হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ।
কোভিড টেস্টে ওই ৮ জনের রিপোর্ট নেগেটিভ এলেও তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না বলে এদিন জানানো হয়। ফলে দলের প্রথমসারির ৯ জন ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে দ্রাবিড়ের টিম ইন্ডিয়াকে। একেবারে নতুন দল নিয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামার বিষয়টি ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রাবিড়ের সামনে এটা সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।
বিসিসিআই-এর একটি সূত্র থেকে জানা গিয়েছে, ওই আটজন ক্রিকেটার হলেন ইউজবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঈশান কিশান, পৃথ্বি শ, কৃষ্ণাপ্পা গৌতম, মণীশ পান্ডে ও শিখর ধাওয়ান। এই খেলোয়াড়রা যদি শেষ দুটি ম্যাচে না খেলেন, তবে টিম ইন্ডিয়ার সমস্যা বাড়তে পারে। শোনা যাচ্ছে যদি তালিকার ক্রিকেটাররা না খেলেন তাহলে দেবদূত পাড্ডিকালের সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়কে ম্যাচে নামতে দেখা যেতে পারে।