অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন রাফায়েল ভারানে। ফরাসি ডিফেন্ডারের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে রেড ডেভিলরা।
জানা গেছে, প্রাথমিকভাবে ৩৪ মিলিয়ন পাউন্ড ফি’তে ওল্ড ট্রাফোর্ডকে নতুন ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন ভারানে। তবে এই চুক্তি ৪২ মিলিয়ন পাউন্ড পর্যন্ত উঠতে পারে।
২৮ বছর বয়সী ডিফেন্ডার রাজি হয়েছেন চার বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দিতে। সেই সঙ্গে বিকল্প হিসেবে থাকছে আরও ১২ মাসের চুক্তিও।
শিগগিরই ভারানের মেডিকেল পরীক্ষা চূড়ান্ত হবে জানিয়েছে ইউনাইটেড। ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন ভারানে। রিয়ালের ৩৬০ ম্যাচ খেলেছেন তিনি।
দেশের হয়ে ৭৯ ম্যাচ খেলা তারকা হতে যাচ্ছেন আসন্ন মৌসুমের আগে কোচ ওলে গানার সুলশারের তৃতীয় চুক্তি। এর আগে গোলরক্ষক টম হিটনকে ফের ওল্ড ট্রাফোর্ডে ফিরিয়েছেন তিনি।
এ ছাড়া ৭৩ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ উইঙ্গার জাদোন সানচোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ইউনাইটেড।