অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। চোটের কারণে এক সপ্তাহের জন্য পিএসজির অনুশীলন থেকে ছিটকে গেছেন সার্জিও রামোস। ফলে ফরাসি ক্লাবটির হয়ে এই ডিফেন্ডারের অভিষেকও পিছিয়ে যাচ্ছে।
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে সামনে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচ দিয়েই ফরাসি ক্লাবটির হয়ে অভিষেক হওয়ার কথা ছিল রামোসের।
কিন্তু রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়কের ম্যাচটিতে খেলা হচ্ছে না।
পিএসজির পক্ষে জানানো হয়েছে, গত সপ্তাহে অনুশীলনের সময় বাঁ পায়ে চোট পেয়েছেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। তারা আশাবাদী, পরের সপ্তাহে অনুশীলনে যোগ দিতে পারবেন রামোস।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রিয়াল মাদ্রিদের সাথে ১৬ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ফ্রি ট্রান্সফারে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজিতে যোগ দেন রামোস।