অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। পেগাসাস দিয়ে আড়িপাতা কাণ্ড ও চলতি কৃষক আন্দোলনকে ঘিরে তুলকালাম করলেন বিরোধী দলগুলি। লোকসভায় কংগ্রেস সাংসদরা ছুঁড়ে ফেলে দিলেন কাগজ, ছিঁড়ে ফেললেন প্ল্যাকার্ড। সংসদে কোলাহলের মধ্যে তিনবার সভা স্থগিত করে দেওয়া হয়।
বিরোধী সাংসদরা ‘ওয়েল অফ দ্য হাউজ’-এ জড়ো হন এবং কেন্দ্রের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ‘সওয়াল প্রহর’ চালিয়ে যান এই গোলমালের মধ্যেই। বাদল অধিবেশনে এই প্রথম ‘সওয়াল প্রহর’ শেষ পর্যন্ত চলল।
যখন কাগজ দেওয়া হয়, তখন কংগ্রেস সাংসদ গুরজিত সিং আউজলা, টিএন প্রথাপন, হিবি এডেন ও অন্যান্যরা বিজনেস পেপার নিয়ে ছিঁড়ে দেন। স্পিকারের পোডিয়ামের কাছে থাকা প্রেস গ্যালারিতে সেই কাগজের টুকরো ছড়ানো। সূত্রের মতে, অমর্যাদাসুলভ আচরণ ও আসনকে অসম্মান করার জন্য সাংসদদের বরখাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সাংসদদের তালিকায় রয়েছেন গুরজিত সিং আউজলা, টিএন প্রথাপন, মানিকম টেগর, রণভিত সিং বিট্টু, হিবি এডেন, জ্যোথিমানি সেন্নিমালাই, সপ্তগিরি শঙ্কর উলাকা, ভি বৈথিলিঙ্গম ও এ এম আরিফ। ক্ষমতাসীন বিজেপি এই ঘটনার নিন্দা করে বলেছে, বিরোধীরা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে অপমান করেছে এবং সংসদের মর্যাদার হানি করেছে।