অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। সোমবার দিল্লি পৌছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিল্লি সফর এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।
নির্বাচন পরবর্তী হিংসা, ভ্যাকসিন অপ্রতুলতা এবং খুব সম্প্রতি পেগাসাস ইস্যু নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতের আবহ প্রথ থেকেই ছিল। তাই আজ বাড়তি মাত্রা পেয়েছিল এই সাক্ষাৎ।
বিকাল চারটে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পোঁছান মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা কথাবার্তা হয় মোদি-মমতার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।
একনজরে দেখে নেওয়া যাক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা-
দু বছর পর দিল্লিতে এসেছিঃ সৌজন্য সাক্ষাৎ ছিল, জয়ের পর এই সাক্ষাৎ করতেই হত। তবে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেছি।
রাজ্যের নাম বদলঃ রাজ্যের নাম বদল নিয়ে কথা হয়েছে,মুখ্যমন্ত্রী বলেন ” অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কথা হচ্ছে, আমি বলেছি এবার দয়া করে বিষয়টি দেখুন।
ওষুধ বেশি চাইঃ ” অনেক রাজ্যের থেকে কম টিকা পেয়েছে বাংলা, পশ্চিমবঙ্গের জনসংখ্যার সাপেক্ষে এই সরবরাহ যথেষ্ট নয়।আমাদের -টিকাকরণের হার বেশ ভাল। ইতিমধ্যেই সংক্রমণ ৩৩% থেকে এক শতাংশে নেমে এসেছে। তবে আমরা চাই তৃতীয় ঢেউ এর আগে রাজ্যের প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ন করতে। প্রধানমন্ত্রীকে সেই কথা জানিয়েছি।
উপ নির্বাচন নিয়ে কথা হয়নিঃ বৈঠক ভালো হয়েছে, প্রধানমন্ত্রী সমস্থ কথা শুনেছেন, দাবি গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে উপনির্বাচন নিয়ে কথা হয়নি।