Meeting: অসম- মিজোরাম সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকের ডাক দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। অসম- মিজোরাম সীমান্তের পরিস্থিতি এখনও থমথমে। সোমবার এই সীমান্তে সংঘর্ষের জেরে নিহত হন সাত পুলিশ আধিকারিক ও একজন সাধারণ মানুষ। গুরুতর আহত হয়ে অনেকে ভর্তি আছেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

এমতাবস্থায় দাঁড়িয়ে বুধবার অসম- মিজোরাম সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকের ডাক দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।সূ ত্রের খবর, বৈঠকে অসম ও মিজোরামের মুখ্যসচিব, পুলিশের ডিজি-সহ দুই রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের ডাকা হয়েছে। সম্ভবত থাকবেন আধা-সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরাও।

নিহত অসামরিক ব্যক্তির স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে অসমে।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার বলেন, ‘মিজোরাম গতকাল যা করেছে, আমরা তা করতে পারব না।

আমরা কখনও ভারতীয়দের বিরুদ্ধে গুলি ব্যবহার করব না। ওটা আমাদের ডিএনএতে নেই। মিজোরামের সঙ্গে আমাদের কোনও রাজনৈতিক লড়াই নেই। কিন্তু গতকালের পিছনে কারণ আছে।

অসমের মুখ্যমন্ত্রীর দাবি মায়ানমার থেকে গবাদি পশু সহ যে অনুপ্রবেশ চলে এবং মায়ানমার থেকে আগত অনুপ্রবেশকারীরস অসমের ডিমা হাঁসদা জেলায় থাকতে চান। তাতে বাধা দেওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?