অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। লিওনেল মেসি বুধবার মধ্যরাতে বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন। তবে সেটা মাত্র কয়েক ঘণ্টার জন্য। কোপা আমেরিকা জয়ের পর থেকেই পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক। মিয়ামি ও ডোমিনিকান রিপাবলিকে চুটিয়ে অবকাশ যাপন করেছেন গত কিছুদিন। সেখান থেকেই ফিরতে যাচ্ছেন বার্সেলোনাতে। তবে সেটা স্থায়ীভাবে নয়।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, আরো কিছুদিন ছুটি উপভোগ করবেন এই আর্জেন্টাইন। দেশের হয়ে একটি ট্রফি জয় ছিল মেসির জন্য পরম আরাধ্য এক বিষয়। যে স্বপ্ন পূরণের পর এখন কিছুটা নির্ভার মেসি। তবে বার্সেলোনা ভক্তদের সময় কাটছে বেশ উদ্বেগের মধ্যে। মেসির ক্যাম্প ন্যুতে থাকার বিষয়টি যে এখনো নিশ্চিত হয়নি।
মেসিকে ধরে রাখতে হলে বেতন ব্যয় সামঞ্জস্য করতে হবে বার্সাকে। স্প্যানিশ জায়ান্টরা এখনো সে নিয়ে কাজ করছে। তবে মেসি তাদের হয়ে খেলবেন বলে আত্মবিশ্বাসী ক্লাবটি। নতুন চুক্তির ব্যাপারে দুই পক্ষই নীতিগত চুক্তিতে পৌঁছেছে।
এদিকে সার্জিও আগুয়েরো ও এমারসন ২ আগস্ট তাদের ন্যু ক্যাম্প অধ্যায় শুরু করবেন। মেসির অনুশীলনে যোগ দেওয়ার তারিখ এখনো নিশ্চিত নয়। কারণ আইনগতভাবে তিনি এখন আর বার্সেলোনার খেলোয়াড় নন। গত মাসেই কাতালান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে তার।
শনিবার জার্মান ক্লাব স্টুটগার্টের মাঠে প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। আশা করা হচ্ছে, বার্সেলোনা জার্মানি থেকে ফেরার পর মেসি রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন শুরু করবেন।