অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রীর পদে বসলেন বাসররাজ বোম্মাই আরাভু। বুধবার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। শপথ নেওয়ার আগে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বোম্মাই কর্ণাটকের প্রাক্তন সিএম এসআর বোম্মাইয়ের ছেলে। মুখ্যমন্ত্রীর পুত্র হয়ে একজন মুখ্যমন্ত্রী হওয়ার পরম্পরা বজায় রাখলেন তিনি। এসআর বোম্মাই ১৯৯৬-৯৮ কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। বাসবরাজ বোম্মাই ইয়েদুরাপ্পার মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
বাসবরাজ বোম্মাই কর্ণাটকের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী লিঙ্গায়ত সম্প্রদায়ের নেতা৷ ২০০৮ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বোম্মাই৷
ফলত কর্ণাটকে মুখ্যমন্ত্রীর পদে বসলেন ইয়েদুরাপ্পার আস্থাভাজন এক ব্যক্তিত্ব।
প্রসঙ্গত, বিস্তর জল্পনাকল্পনার মধ্য দিয়ে ইস্তফা দেন বি এস ইয়েদুরাপ্পা। এই ইস্তফার পরেই নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে বিজেপি-র বিধায়ক দলের বৈঠক ডাকা হয়।
সেখানেই বাসবরাজ বোম্মাই আরাভুর কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়। বিধায়ক দলের বৈঠকে এ দিন উপস্থিত ছিলেন ইয়েদুরাপ্পা সহ ধর্মেন্দ্র প্রধান, জি কিষাণ রেড্ডির মতো কেন্দ্রীয় নেতারাও।