অনলাইন ডেস্ক, ২৭ জুলাই।। কাশ্মীর সফররত রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বলেছেন, গণতন্ত্রই সকল মতপার্থক্য মিটমাট করার এবং নাগরিকদের সর্বাধিক সক্ষমতা অর্জনের উপায়। কাশ্মীর এই স্বপ্নকে উপলব্ধি করে আনন্দের সঙ্গে।
তিনি আরও বলেন, “আমি দৃঢ়়ভাবে বিশ্বাস করি যে, গণতন্ত্রের মধ্যেই রয়েছে সমস্ত মতপার্থক্য পুনরুদ্ধার করার এবং নাগরিকদের সর্বাধিক সম্ভাবনার ক্ষমতাও রয়েছে সেখানে।
রাষ্ট্রপতি শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মঙ্গলবার ওই কথা বলেন।
জম্মু ও কাশ্মীরের চার দিনের সফরে আসা কোবিন্দ আরও বলেন, সহিংসতা কখনই “কাশ্মীরিয়াতের” অংশ ছিল না, তবে তা এখন প্রতিদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।
রাষ্ট্রপতি বলেন,“অত্যন্ত দুর্ভাগ্যজনক যে শান্তিপূর্ণ সহাবস্থানের এই অসামান্য ঐতিহ্যটিই ভেঙে গেছে।
সহিংসতা, যা কখনই কাশ্মীরিয়াতের অংশ ছিল না, একটি যেন নিত্য বাস্তবতায় পরিণত হয়েছে। সহিংসতা অনেকটা একটি ভাইরাসের মতো যা শরীরে আক্রমণ করে এবং তাকে শুদ্ধ করা দরকার।
Watch LIVE: President Kovind addresses the 19th Annual Convocation of the University of Kashmir https://t.co/nulHIKlUKd
— President of India (@rashtrapatibhvn) July 27, 2021
এই ভূমির হারানো গৌরব ফিরে পেতে এখন একটি নতুন সূচনা এবং দৃঢ় প্রচেষ্টা রয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, কাশ্মীর হ’ল বিভিন্ন সংস্কৃতির মিলন কেন্দ্র। বিভিন্ন আধ্যাত্মিক ঐতিহ্যকে একত্রিত করার পথ দেখিয়েছে কাশ্মীরবাসী।
কাশ্মীর সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের স্থান।তিনি এ প্রসঙ্গে কাশ্মীরের শ্রদ্ধেয় কবিদের কথা উল্লেখ করেন।
কোবিন্দ বলেন,কাশ্মীরে আসা প্রায় সমস্ত ধর্মই “কাশ্মীরিয়াত” এর অনন্য বৈশিষ্ট্য গ্রহণ করেছে।
তিনি কাশ্মীরের তরুণ প্রজন্মকে তাদের সমৃদ্ধ উত্তরাধিকার থেকে শেখার জন্য অনুরোধ করেন। কাশ্মীর বরাবরই ভারতের বাকি অংশের জন্য আশার আলো ছিল বলে তিনি উল্লেখ করেন।