স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৭ জুলাই।। খোয়াই মহকুমায় আজ থেকে দু’দিনব্যাপী বিশেষ কোভিড টিকাকরণ অভিযানের সূচনা হয়েছে।
বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া আজ খোয়াই মহকুমার হেমেন্ত দেববর্মা স্মৃতি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত বাইজলবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্র, পশ্চিম চাম্পাছড়া উপস্বাস্থ্যকেন্দ্র ও পূর্ব চাম্পাছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় মহকুমা শাসক অসিত কুমার দাস, তুলাশিখর ব্লকের বিডিও নবকুমার জমাতিয়া ও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করে বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া দু’দিনের এই বিশেষ টিকাকরণ অভিযান কর্মসূচি সফল করে তুলতে স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেন।
বনমন্ত্রী জনজাতি এলাকায় কোভিড ভ্যাকসিন সম্পর্কে যে ভীতি রয়েছে তা কাটিয়ে উঠার জন্য স্বাস্থ্যকর্মীদের বিশেষ উদ্যোগ নিতে বলেন।