স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ২৭ জুলাই।। ১৮ বছর ও তার উর্দ্ধে নাগরিকদের একশ শতাংশ টিকাকরণের জন্য ২৭ ও ২৮ জুলাই দুইদিনব্যাপী রাজ্যব্যাপী কোভিড টিকাকরণের বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষ্যে আজ কাঞ্চনপুর মহকুমা এলাকায় আয়োজিত বিভিন্ন কোভিড টিকাকরণ কর্মসূচি কেন্দ্রগুলি আজ পরিদর্শন করেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। তিনি কাঞ্চনপুর মহকুমার জম্পুইহিল, দশদা, কাঞ্চনপুর এলাকার বিভিন্ন কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময়ে তিনি এলাকার জনগণের সাথে মতবিনিময় করেন এবং কোভিড টিকাকরণ বিষয় নিয়ে খোজ খবর নেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন কাঞ্চনপুর মহকুমা শাসক সুভাষ আচার্য, বিডিওগণ, সমাজসেবী গৌতম রায় প্রমুখ।
পরিদর্শন শেষে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সাংবাদিকদের জানান যে, রাজ্যের একশ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে।
সেই লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমা এলাকার একশ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যে পৌছানোর জন্য স্বাস্থ্য দপ্তর সহ প্রশাসন পুরোদমে কাজ করছে।