স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৭ জুলাই।। সারা রাজ্যের সাথে আজ জম্পুইজলা মহকুমাতেও আজ থেকে দু’দিনব্যাপী বিশেষ কোভিড টিকাকরণ অভিযানের সূচনা হয়েছে। ১৮ বছর ও তার উর্দ্ধে সকল নাগরিকদের একশ শতাংশ কোভিড টিকাকরণের লক্ষ্যেই এই কর্মসূচি।
রাজস্ব ও মৎস্য মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা আজ জম্পুইজলা মহকুমার তিনটি কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন।
এদিন তিনি পূর্ব টাকারজলা উপস্বাস্থ্য কেন্দ্র, উত্তর টাকারজলা ভিলেজ কমিটি কার্যালয়স্থিত টিকাকরণ কেন্দ্র ও পেকুয়ারজলা এডিসি ভিলেজের গাঙসাকুরস্থিত কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করেন। রাজস্বমন্ত্রী সকলকে করোনা টিকা নেওয়ার জন্য আহ্বান জানান।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার এডিএম ভানলাল দোয়াতি, জম্পুইজলা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, জম্পুইজলা ব্লকের বিডিও বরুণ দেববর্মা, সিপাহীজলা স্বাস্থা আধিকারিক ড. মানবেন্দ্র রিয়াং।
আজ জম্পুইজলা মহকুমার ৩১টি ভিলেজ কমিটি এলাকায় বিশেষ করোনা টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে ৭২৫ জন কোভিড টিকা গ্রহণ করেছেন।