স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৭ জুলাই।। সারা রাজ্যের সাথে আজ ধর্মনগর মহকুমাতেও আজ থেকে দু’দিনব্যাপী বিশেষ কোভিড টিকাকরণ অভিযানের সূচনা হয়েছে। ১৮ বছর ও তার উর্দ্ধে সকল নাগরিকদের কোভিড টিকাকরণের লক্ষ্যে দুদিনের জন্য এই বিশেষ টিকাকরণ অভিযান শুরু হয়েছে।
ধর্মনগর মহকুমাতেও বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রে এই বিশেষ টিকাকরণ কর্মসূচিতে নাগরিকদের কোভিড ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
এই বিশেষ টিকাকরণ কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ সহ সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখার জন্য আজ বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহকুমার বিভিন্ন কোভিড টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন। টিকাকরণকেন্দ্রগুলি পরিদর্শনের সময় তিনি টিকাকরণ কেন্দ্রে উপস্থিত মানুষের সাথে কথা বলেন, টিকা নিতে আসা জনগণকে উৎসাহিত করেন।
এদিন তিনি কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্র, কুর্তি উপস্বাস্থ্য কেন্দ্র, শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বাগবাসা উপস্বাস্থ্য কেন্দ্র, জয়থাং এডিসি ভিলেজের টিকাকরণ কেন্দ্র, নোয়াগাও ইন্দুছড়া উচ্চ বিদ্যালয়স্থিত টিকাকরণ কেন্দ্র, ধর্মনগর শহরস্থিত পদ্মপুর আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কোভিড টিকাকরণ কেন্দ্রও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, বিভিন্ন টিকাকরণ কেন্দ্রগুলিতে মানুষের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়েছে।
রাজ্য সরকার ১৮ বছর ও তার উর্দ্ধে নাগরিকদের ১০০ শতাংশ টিকাকরণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ধর্মনগর মহকুমা শাসক কমলেশ ধর, উত্তর ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অরুণাভ চক্রবর্তী, সংশ্লিষ্ট ব্লকের বিডিও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।