Vaccination: কোভিড টিকাকরণ, চড়িলাম ব্লকের টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করলেন উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৭ জুলাই।। প্রতিটি মানুষকে কোভিড টিকাকরণের আওতায় নিয়ে আসার জন্যই রাজ্য সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে। রাজ্য সরকারের লক্ষ্য কোভিড টিকাকরণে একশ শতাংশ সাফল্য লাভ করা।

১৮ বছর ও তার উর্দ্ধে নাগরিকদের একশ শতাংশ টিকাকরণের জন্য ২৭ ও ২৮ জুলাই দুইদিনব্যাপী রাজ্যব্যাপী কোভিড টিকাকরণের বিশেষ কর্মসূচি পর্যবেক্ষণ করতে গিয়ে আজ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। এদিন তিনি চড়িলাম ব্লকের চেলিখলা, বংশীবাড়ি, রংমালা, হেরমা, ধরিয়াথল এবং সুতারমুড়া উপস্বাস্থ্য কেন্দ্রস্থিত টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, এই কর্মসূচিতে প্রতিটি এলাকার মানুষও স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসছে। তিনি প্রত্যেককে কোভিড টিকা গ্রহণের আহ্বান জানান এবং প্রতিটি গ্রাম ও ভিলেজে যেন টিকাকরণে একশ শতাংশ সফলতা আসে তা সুনিশ্চিত করতে আহ্বান জানান।

দুইদিনব্যাপী এই টিকাকরণ কর্মসূচি পরিদর্শনকালে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার সাথে ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, বিশালগড় মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, চড়িলাম ব্লকের বিডিও জয়দীপ চক্রবর্তী ও সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. রঞ্জন বিশ্বাস।

তাছাড়াও উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এদিন চড়িলাম ব্লকের দ্বিতল প্রাণী চিকিৎসা হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

উপমুখ্যমন্ত্রী চড়িলাম ব্লকের লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে প্রশিক্ষণরত মহিলা স্বনির্ভর দলগুলির সাথে মতবিনিময় করেন এবং প্রত্যেকে কোভিড ভ্যাকসিন নিয়েছে কিনা তার খোঁজ খবর নেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?